প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

| বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকার করেন তিনি। সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এ সাক্ষাৎ হয় বলে জানা গেছে। খবর বাংলানিউজের।

মঙ্গলবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমিরের সৌহার্দ্যপূর্ণ ওয়ান টু ওয়ান আলোচনা হয়েছে। সেখানে নির্বাচন সংস্কার, জাতীয় ঐক্য ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসংযোগের কাজ শেষ হয়নি, তাই অপেক্ষা
পরবর্তী নিবন্ধঅর্থনীতিতে গণতন্ত্রায়ণ করা না গেলে অলিগার্ক বারবার ফিরে আসবে : খসরু