প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ

| শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল হাফিজ প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা করবেন। তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন ও অন্যান্য সুযোগসুবিধা পাবেন। খবর বিডিনিউজের।

গত ৫ অগাস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধবিমানের ভাড়া এক লাফে দ্বিগুণেরও বেশি
পরবর্তী নিবন্ধ১১শ টাকার চিড়া বিক্রি হচ্ছিল দুই হাজারে, সেনার উপস্থিতিতে ১৩৫০