প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর প্যাসিফিক জিন্স পরিদর্শন

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:১৬ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান গতকাল মঙ্গলবার প্যাসিফিক জিন্স পরিদর্শন করেছেন। এ সময় তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গুরুত্বপূর্ণ এই সফরকে কেন্দ্র করে প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় টেকসই উৎপাদন, উদ্ভাবন, সরবরাহ ব্যবস্থাপনা এবং বাংলাদেশের তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। আলোচনায় দেশীয় শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে একটি সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করা হয়।

প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম তানভীর অতিথিদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা এমন দুই গুণী ব্যক্তিত্বকে স্বাগত জানাতে পেরে গর্বিত, যাঁদের দূরদর্শিতা ও নিষ্ঠা বাংলাদেশের বাণিজ্য ও শিল্পের ভবিষ্যৎ রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের এই বৈঠক আমাদেরকে আরও উদ্ভাবনী ও উৎকর্ষমুখী হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

সফরের শেষ পর্যায়ে অতিথিরা প্যাসিফিক জিন্সের অত্যাধুনিক কারখানা পরিদর্শন করেন, যেখানে পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি, শ্রমিকবান্ধব পরিবেশ এবং ডিজিটাল রূপান্তরের অগ্রগতি তুলে ধরা হয়। এ সফরকে ঘিরে প্যাসিফিক জিন্সের পরিবেশসচেতন ও দায়িত্বশীল শিল্পনেতৃত্বের প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়েছে বলেও কর্মকর্তারা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশত বর্ষের ছবি নিয়ে বান্দরবানে আলোকচিত্র প্রদর্শনী শুরু
পরবর্তী নিবন্ধআইনের জ্ঞানার্জন যেন ন্যায়বিচার নিশ্চিত করে