প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। মেজর জেনারেল তারিক সেখানে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ এবং দোয়া করেন। খবর বাসসের।

এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। জানাজাস্থলে উপস্থিত হয়ে তিনি খালেদা জিয়ার শোকাহত জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।












