প্রধান আসামি ফেনীর ইউপি চেয়ারম্যান, গ্রেপ্তার ২

বারৈয়ারহাট পৌর মেয়র গুলিবিদ্ধের ঘটনা

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৫:৩০ পূর্বাহ্ণ

ফেনী নদীতে বালু তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে মীরসরাইয়ের বারৈয়ারহাট পৌরসভার মেয়রসহ তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। মামলায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক রিপনকে প্রধান আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দাইয়্যান।
তিনি বলেন, শুক্রবার রাতে মীরসরাইয়ের ওসমানপুর ইউনিয়নের মিজানুর রহমান রিয়াদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাত-আট জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামি শাকিল ও নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসা এলাকায় পিজিসিপির নিয়ন্ত্রণাধীন একটি পাওয়ার ডিস্ট্রিবিশন সেন্টারে বালি ভরাটের কাজ চলছে। বারৈয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনের নির্দেশে বাদী জোরারগঞ্জ থানার ওসমানপুর ইউনিয়নের ফেনী নদী থেকে বালু উত্তোলন করে সরবরাহ করছে। মামলার প্রধান আসামিসহ অন্যরা বাদীর কাছে চাঁদা দাবি করে আসছিল এবং বিভিন্ন সময় হুমকি-ধামকিও দিচ্ছিল। মেয়র খোকন শুক্রবার ইঞ্জিলচালিত নৌকা নিয়ে বালি উত্তোলনের কাজ পরিদর্শনে যান। এ সময় ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের নির্দেশে আসামি মো. বেলাল ওরফে কিলার বেলালের নেতৃত্বে ৮ থেকে ১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী ট্রলারে এসে গুলিবর্ষণ করে। এতে মেয়র রেজাউল খোকন, অশোক সেন ও শাহেদ খান দুখু গুলিবিদ্ধ হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দাইয়্যান বলেন, মামলার অপরাপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তবে হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, মেয়র খোকন আমার ইজারা নেওয়া এলাকায় অবৈধভাবে বালু তুলতে এলে স্থানীয় লোকজন তাড়িয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় আমার কোনো যোগসূত্র নাই। আমি বৈধ ইজারাদার হলেও ওই এলাকায় এখনও একবারের জন্যও যাইনি।
আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অশোক সেন ও দুখু আগে থেকে শংকামুক্ত থাকলেও রাতে মেয়র খোকনের একটি অপারেশান করার পর এখন তিনিও শংকামুক্ত। পুরোপুরিভাবে সুস্থ হতে আরো কয়েকদিন লাগতে পারে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধএমপি নদভীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
পরবর্তী নিবন্ধদলীয় কর্মীদের ছুরিকাঘাতে দুই নেতা আহত