প্রধান আসামি গ্রেপ্তার

আইয়ুব বাহিনীর আইয়ুব হত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৮ মে, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

আইয়ুব বাহিনীর প্রধান সন্ত্রাসী মো. আইয়ুবকে প্রকাশ্যে গুলি করে হত্যার অন্যতম প্রধান আসামি মোহাম্মদ হাছানকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গতকাল রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় রাঙ্গুনিয়া থানা পুলিশ। এর আগে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব৭। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাজারগেট এলাকার আব্দুস সাত্তার তালুকদারের ছেলে।

জানা যায়, ১৯৮৭ সালে গ্রেপ্তার হাছানের পিতা আব্দুস সাত্তার তালুকদারকে দিনদুপুরে জবাই করে হত্যা করেন আইয়ুব বাহিনীর প্রধান মো. আইয়ুব। পিতা হত্যার প্রতিশোধ নিতে ৩২ বছর ধরে চেষ্টা করে আসছিলেন নিহত আব্দুস সাত্তার তালুকদারের দুই ছেলে মহসিন এবং হাছান। ২০১৯ সালের ৫ অক্টোবর সন্ধ্যায় ভাড়াটে খুনি দিয়ে গুলি করান পিতার হত্যাকারী আইয়ুব বাহিনীর প্রধান মো. আইয়ুবকে। গুলিবিদ্ধ আইয়ুব একই বছরের ২০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত আইয়ুব ইসলামপুর খলিফাপাড়া এলাকার মোহাম্মদ ইসহাকের ছেলে। এরপর তাঁর স্ত্রী জাহিদা বেগম বাদি হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাঙ্গুনিয়া থানা পুলিশ সাড়ে তিন মাস তদন্ত শেষেও এ হত্যার রহস্য উদঘাটন করতে না পারায় আদালত মামলাটির তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) করার আদেশ দেন। এরপর ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে টানা ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া ও রাঙামাটির রাজস্থলী এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পিবিআই চট্টগ্রাম জেলার টিম। গ্রেপ্তারের পর আদালতে তাদের দেওয়া স্বীকারোক্তিতেই উঠে এসেছে ঘটনার এমন চাঞ্চল্যকর তথ্য।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী জানান, হাছানকে র‌্যাব গ্রেপ্তার করে রাতে থানায় হস্তান্তর করে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩৯ নেতাকর্মী কারাগারে
পরবর্তী নিবন্ধচাহিদা বাড়ায় আইসে ঝুঁকছে ইয়াবা ব্যবসায়ীরা