মহেশখালীতে ডিউটিরত পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় প্রধান হোতা আবু ছৈয়দকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ, গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার মো. সাইফদ্দীন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ– তিনি এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার মো. সাইফদ্দীন জানান, আবু ছৈয়দকে গত রাতে বান্দরবানের লামা এলাকা থেকে আটক করা হয়। আটক পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহেশখালীর একটি আস্তানা থেকে তার হেফাজতে থাকা ১টি এক নলা বন্দুক, ২টি এলজি, ৩ টি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত-রাতে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের কোহেলিয়া সেতু সংলগ্ন এলাকায় ডিউটিরত পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাত দল। এতে মহেশখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ সেলিম, কনস্টেবল মো. সোহেল ও কনস্টেবল মো. মাসুদ আহত হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও একাধিক আসামি অজ্ঞাত রেখে মামলা করে। মামলার পর থেকে একাধিক অভিযানে পুলিশ ৯ জনকে আটক করেছে বলে জানায়।