প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন কাল

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার সকালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল জানান, আগামী ২২ জুন বুধবার সকাল ১১টায় তাঁর তেজগাঁও কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর বাসসের।

প্রধানমন্ত্রী দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া তিনি আগামী ২৫ জুন দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন এবং আজ বন্যা কবলিত সিলেট, নেত্রকোনা এবং সুনামগঞ্জ জেলা পরিদর্শন করবেন।

পূর্ববর্তী নিবন্ধমোহছেন আউলিয়ার (র.) ওরশে ভক্তদের ঢল
পরবর্তী নিবন্ধচতুর্থবার পেছাল সুদীপ্ত হত্যা মামলার চার্জ গঠন