আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু ট্যানেল উদ্বোধন উপলক্ষে আনোয়ারা কেপিজেড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে চন্দনাইশে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন।
গতকাল রবিবার বিকালে চন্দনাইশ উপজেলা পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আগামী ২৮ অক্টোবর আনোয়ারা কেপিজেড মাঠে বঙ্গবন্ধু ট্যানেল উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাকে কিভাবে সফল করা যায় ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবং চন্দনাইশে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, জনসভাকে সফল করতে ইতিমধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছি। দল-মত নির্বিশেষে আগামী ২৮ অক্টোবর জনসভাকে সফল করতে সকল নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ওপর। তিনি যাকে মনোনয়ন দেবেন, তাকে বিজয়ী করাই হবে আমাদের কাজ। তিনি আরো বলেন, আগামী ২০৪১ সালের যে মিশন ও ভিশনের কথা বলেছেন প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা, সেই ভিশনকে পূর্ণরূপ দিতেই চট্টগ্রাম-১৪ আসন থেকে নৌকার মাঝি হতে চাই।
প্রধানমন্ত্রীও চেয়েছেন নতুনত্ব ও পরিবর্তন। তরুণরাই ভবিষ্যতের কাণ্ডারী। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে তরুণ ও শিক্ষিতদের প্রাধান্য দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।