করোনাকালে সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষায় বিরাজমান সংকট নিরসন এবং শিক্ষকদের সমস্যা সমাধানকল্পে বাকবিশিসের সুপারিশ ও দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের মাধ্যমে প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বাকবিশিস চট্টগ্রাম, জেলা, বিভাগ ও মহানগর কমিটি নেতৃবৃন্দের মধ্যে অধ্যক্ষ নুরুল আফসার, অধ্যাপক রঞ্জন বণিক, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যাপক পুলক রায়, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন, অধ্যাপক অসীম চক্রবর্তী, অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, অধ্যক্ষ জনার্দন বণিক, উপাধ্যক্ষ নাসির উদ্দিন, অধ্যাপক দিলীপ দাশ, অধ্যাপক বোরহান উদ্দিন, অধ্যাপক সবুজ কান্তি দে, অধ্যাপক সাইফুদ্দিন মোরশেদ, অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












