ওমর আইয়ুবকে ইমরান খানের পিটিআই প্রধানমন্ত্রী মনোনীত করেছে। কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তানের তেহরিক–ই–ইনসাফের প্রধান ইমরান খান ওমর আইয়ুবকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। ওমর আইয়ুব, পাকিস্তানের প্রেসিডেন্ট এবং ফিল্ড মার্শাল আইয়ুব খান আইয়ুব খানের পরিবারের তৃতীয় প্রজন্ম। খবর বাংলানিউজের।
২০০২ সালের সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে তার বাবা গোহর আইয়ুব খানের সঙ্গে পাকিস্তান মুসলিম লীগে (কিউ) যোগ দেন। ওমর ২০০২ সালের নির্বাচনের সময় দেশের জাতীয় পরিষদে আত্মপ্রকাশ করেন এবং পরে শওকত আজিজের মন্ত্রিসভায় অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ডন নিউজ জানিয়েছে, বিলিয়ন বিলিয়ন মূল্যের প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ এবং সড়ক অবকাঠামো সম্পর্কিত উল্লেখযোগ্য প্রকল্পগুলো হরিপুরে আনার জন্য তিনি কৃতিত্ব দাবি করেছেন। ২০০৮ সালে পিএমএলএন–এর সরদার মুশতাক খানের বিরুদ্ধে পরাজয়ের সম্মুখীন হওয়া সত্ত্বেও ওমর আইয়ুব ২০১৫ সালে তার নির্বাচনী এলাকায় সুপ্রিম কোর্টের আদেশের পর সংক্ষিপ্ত সময়ের জন্য বিধানসভায় ফিরে আসেন। পরবর্তী উপ–নির্বাচনের সময়, তিনি তার প্রয়াত মায়ের অসুস্থতার কারণে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত ছিলেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওমর আইয়ুব পাকিস্তান তেহরিক–ই–ইনসাফে (পিটিআই) যোগ দেন। তিনি সফলভাবে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে পিটিআই প্রার্থী হিসাবে নির্বাচনী এলাকা এনএ–১৭ (হরিপুর) থেকে জাতীয় পরিষদে পুনঃনির্বাচনে জয় লাভ করেন। পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের ফেডারেল মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন।