নগরীর হাজারী লেইন মাঠ প্রাঙ্গণে বর্ষবরণ-১৪২৯ উপলক্ষে দুদিনব্যাপী বৈশাখী মেলা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। কাউন্সিলর জহর লাল হাজারীর ব্যবস্থাপনায় ও অঞ্জলী সেনগুপ্তের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে নানাভাবে কাজ করে যাচ্ছেন। আজ নারীরা পুরুষের সাথে তাল মিলিয়ে অনেকেই সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। নারীদের পিছিয়ে রেখে সমাজ তথা দেশ কখনো এগিয়ে যেতে পারে না। দেশের উন্নয়নে নারী এখন ভূমিকা রাখছে। তিনি নারী উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শর্মিলা নীল, শর্মিষ্ঠা বিশ্বাস, ডেইজী ধর, পাপিয়া মল্লিক, সুজিতা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।