সরকার জনসমর্থনহীন বলেই ভারতের সঙ্গে অভিন্ন সমস্যাগুলোর সমাধান করতে পারছে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমি গতকালও বলেছি, উনি (প্রধানমন্ত্রী) তো প্রত্যেকবার গেছেন। আমাদেরকে অনেক আশা দিয়ে গেছেন, এই তিস্তা চুক্তি সই হবে, ওমুক হবে, তমুক হবে; এখন পর্যন্ত কোনোটাই হয় নাই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, ১০০ বিলিয়ন ডলার সাহায্য দিয়েছিল। সেটারও আপনার ৩০ শতাংশ মাত্র কাজ হয়েছে। আর কোনো কাজ হয়নি। শেখ হাসিনা ভারত সফরে থাকার মধ্যে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের একথা বলেন ফখরুল। খবর বিডিনিউজের।
ভারতের সঙ্গে সমস্যাগুলো সমাধান না হওয়ার বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের যে অভিন্ন সমস্যাগুলো আছে, অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা, সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর সমাধান বাংলাদেশ সরকার এখন পর্যন্ত করতে পারেনি। পারেনি কারণ যে, ওদের পেছনের জনগণের সমর্থন নেই, সেটাই হচ্ছে বড় কারণ। সেজন্য এখন পর্যন্ত সেই শক্তি নিয়ে এই সরকার কোনো কাজ করতে পারেনি। তিনি বলেন, জনগণ যদি এই সরকারকে সমর্থন দিতো, তাহলে প্রত্যেকটি কাজই ইতোমধ্যে হয়ে যেত।
ভারতে পৌঁছার পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে একজন প্রতিমন্ত্রী থাকার বিষয়টিতে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ এখানে পররাষ্ট্রমন্ত্রীর আগের যে বক্তব্যগুলো এবং এই সরকারের বেশির ভাগ মন্ত্রীদের যে বক্তব্যগুলো সেই বক্তব্য তো খুব স্পষ্ট। ওরা যেভাবেই রিসিভ করুক, তারা যাবে এবং সেটা নিয়ে তাদের খুব একটা বড় রকমের সমস্যা থাকবে না।