আগামী ২৮ সেপ্টেম্বরে ৭৪ বছরে পা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জন্মদিন উপলক্ষে অন্যরকম এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। সাউথ এশিয়ান চেস কাউন্সিলের তত্ত্বাবধানে ১৫টি দেশের ৭৪ জন দাবাড়ুকে নিয়ে জয়তু শেখ হাসিনা ইন্টারন্যাশনাল অনলাইন চেস টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আগামী ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। মঙ্গলবার টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। দেশের বাইরের ২৪জন এবং দেশের ৫০ জনকে নিয়ে ছয় হাজার ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতা হবে বলে জানান শামীম। ‘বিদেশি ১১ জন গ্র্যান্ডমাস্টার ও দেশের তিনজন গ্র্যান্ডমাস্টারসহ মোট ১৪ জন গ্র্যান্ডমাস্টার অংশ নিবেন।’ ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইরান, রাশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলংকার প্রতিযোগীরা অংশ নেবেন। দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ শারীরিক অসুস্থতার কারণে খেলছেন না বলে জানান শামীম।