মুজিববর্ষকে ঘিরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সহযোগিতায় ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদ্যাপন পরিষদের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় সংগঠনের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মৃণাল কান্তি দাশের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাছনী। মূখ্য আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব লায়ন ডা. আর কে রুবেল, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, মো. বাদশা মিয়া, ভানু রঞ্জন চক্রবর্তী।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে মুজিববর্ষে আমাদের অঙ্গীকার হল- বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আমাদের সঠিক পথে এগিয়ে যাওয়া। জঙ্গি, সন্ত্রাস, মাদক ও গুপ্তচরদের নির্মূল করতে হবে। যারা দলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
এতে আরও বক্তব্য রাখেন, খোকন মজুমদার রাজীব, উত্তম কুমার আচার্য্য, মো. আনিসুর রহমান ফরহাদ, উত্তম কুমার দে, বেলাল হোসেন উদয়ন, আব্দুল খালেক খান আবু তাহের, ডা. মাহমুদুল হাসান, ডা. মুজিবুল হক চৌধুরী, ডা. এস এম কামরুজ্জামান, জয় উদ্দিন জয়, সজল দাশ, সবিতা বিশ্বাস, শেলী বড়ুয়া, ওমর ফারুক, মো. আবদুর নুর, শফিউল আলম টিকু প্রমুখ।












