প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ পাওয়ায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. আহমদ কায়কাউসকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। গতকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার মোহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে এক সভায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. প্রবীর কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আবু তারেক ইকবাল, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন চৌধুরী, গণসংযোগ সম্পাদক এসএম আবু তৈয়ব, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ডা. প্রদীপ কুমার দত্ত, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ডা. সেলিম মো. জাহাঙ্গীর, প্রফেসর ডা. শাহেনা আক্তার, প্রফেসর ডা. ধীমান বনিক, ডা. এ.কে.এম নাসির উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারোত্তোলনে পঞ্চম আশিকুর
পরবর্তী নিবন্ধযারা বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায় তারা দেশ ও জাতির শত্রু : সুজন