প্রধানমন্ত্রীর প্রতি বোয়ালখালী আ. লীগের কৃতজ্ঞতা প্রকাশ

কালুরঘাট সেতু নির্মাণের উদ্যোগ

| শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:৩০ পূর্বাহ্ণ

কালুরঘাট সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। এতে চার লাইনের সড়ক কাম রেল সেতুর নকশাটি পছন্দ করে অনুমোদন দেয় প্রধানমন্ত্রী। সেজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ। গতকাল উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। কক্সবাজার রুটে ট্রেন চলাচলসহ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে প্রধানমন্ত্রীর আন্তরিক সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, এলাকাবাসী এ ব্রিজের কারণে সীমাহীন কষ্টে আছে। এই দুর্ভোগ লাগবের জন্য সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা ভাবের মধ্যেও প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প হিসেবে এ প্রকল্পে সাত হাজার কোটি টাকা বরাদ্ধ দেয়ায় আমরা প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়, সাংসদ মোছলেম উদ্দিন আহমদ এ কালুরঘাট নতুন সেতু নির্মাণের লক্ষ্যে দিনরাত পরিশ্রম করছেন, তাকেও অভিনন্দন জানাচ্ছি। শুধু দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই জোট সরকারের আমলে চট্টগ্রাম হতে নয়জন মন্ত্রী ছিল। এক মন্ত্রী আমাদের এলাকার সাংসদ ছিল। তাদের আন্তরিকতা থাকলে এ সেতু তখন করা যেত। আমাদেরও দুঃখ গত ১১ বছরেও এ নতুন সেতু আমরা করতে পারিনি। একনেকে গিয়েও এ প্রকল্প ফেরৎ এসেছিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগের সমাবেশ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান
পরবর্তী নিবন্ধধারণ করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ