সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ঘোষণা গ্রাম হবে শহর এই ঘোষণা বাস্তবায়নে প্রকৃত উদাহরণ ৬ নং ছিপাতলী ইউনিয়ন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। প্রধান মন্ত্রীর নির্বাচনী ইশতেহারের ঘোষণা গ্রাম হবে শহর এখন বাস্তবায়ন হয়েছে। তিনি গত বুধবার হাটহাজারী ৬ নং ছিপাতলী ইউনিয়ন প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরাল ও পরিষদের দ্বিতল সমপ্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ইউ পি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ ফরিদ আহম্মদ। স্বাগত বক্তব্য রাখেন ইউ পি চেয়ারম্যান নূরুল আহসান লাভু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান।
বক্তব্য রাখেন নাঙ্গলমোড়া ইউ পি চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, ইউ পি সদস্য বেলাল উদ্দিন, দিদারুল আলম, মো. হনিফ বাবুল, মো. মহিউদ্দিন, মো. ফরিদ উদ্দিন,হারুনুর রশিদ, ইসমাইল হোসেন, ইয়াসিন দুলাল, জয়নাল আবেদীন, জান্নাতুল নাইমা প্রমুখ। প্রধান অতিথি ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল গ্রামে এ বি সড়কে বোয়ালিয়া খালের উপর ১ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে রফিক শাহ সেতুর উদ্ধোধন করেন।