বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যোগে গতকাল মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচি জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল আলোচনা সভা,বৃক্ষরোপণ কার্যক্রম এবং স্কুল কলেজের মাঝে চারা বিতরণ।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সাল, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ ও জেলা ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রওশন আরা বেগম। অতিথি ছিলেন নানুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আজম, ব্যাংকার মোহাম্মদ নিজাম উদ্দীন, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, কৃষ্ণ দাশ প্রমুখ। প্রধান অতিথি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে সৃষ্টি হয় সবুজায়ন। বৃক্ষ সম্পর্কে আমাদের জ্ঞান আহরণ করতে হবে। বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ করার জন্য বিভিন্নভাবে দেশের মানুষকে উৎসাহিত করছেন। আমিও প্রধানমন্ত্রীর নির্দেশনায় উৎসাহিত হয়ে ফলদ, বনজ, ওষুধি প্রায় ১৫ হাজারের মতো গাছ লাগিয়েছি। বৃক্ষরোপণ করে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সকলে বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করলে দেশকে সবুজ বাংলায় পরিণত করার কাজ তরান্বিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।