আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সাথে গতকাল শুক্রবার সকালে তাঁর নন্দনকাননস্থ বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদ্য বিদায়ী আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অমিত সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। চট্টগ্রাম যদি এগিয়ে যায়, তাহলে বাংলাদেশ এগোবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত প্রায় দেড় দশকে চট্টগ্রামের উন্নয়নের অনেক প্রকল্প গৃহীত হয়েছে। এসব প্রকল্পে এলাকার অনেক পরিবর্তন ঘটেছে। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির মাধ্যামে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, তেমনি ত্বরান্বিত হচ্ছে দেশের উন্নয়ন। এ উন্নয়ন ও দিন বদলের নেতৃত্বে রয়েছেন বিশ্বব্যাপী সমাদৃত, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, হুময়ুন আহমেদ, এহছানুল আজিম লিটন, এড. নোমান চৌধুরী, সরোয়ার জাহান, শাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, হেলাল উদ্দিন, এস এম সাইদ সুমন, আবু বক্কর চৌধুরী, আরিফুল ইসলাম, আবুল বশর, এড. সৈয়দ রবি, সাইফুল করিম, মো. রুবেল, ইমরান আহমেদ শাওন, সুমন, আবিদ, ওয়াহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।