প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

শেখ হাসিনার জন্মদিনের সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকের ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে প্রায় দেড় হাজার স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অর্জন সমূহের উপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিত বই ও নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ মাহমুদুল হক, মাহমুদ সালহাউদ্দিন, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, আব্দুল্লাহ আল ইব্রাহিম, মোহাম্মদ রেজওয়ান, মাসুদ পারভেজ, শেখ রুবেল, ডক্টর নাজিম উদ্দিন, এডভোকেট রোকসানা, শওকত আলী, আব্দুল কাদের, তৈয়ব উল আলম, মো. আসলাম, মো. ইউনুস, রফিক মিয়া, হাসান মোহাম্মদ মোক্তার, আশরাফ উদ্দিন। শিক্ষার্থীর মধ্য থেকে বক্তব্য রাখেন রাফিয়া বিনতে আলম ও জুনায়েদ উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হামিম ইবনে হুসাইন।
মহানগর মহিলা আওয়ামী লীগ : বুধবার শিশু একাডেমীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালনোপলক্ষে মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন। নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখনে-সহ সভাপতি মমতাজ খান, হাসিনা আক্তার টুনু, শারমীন ফারুক, কাউন্সিলর হুরে আরা বিউটি, শাহীন আক্তার রুজি, আয়েশা আলম, তসলিমা নুরজাহান রুবি, আয়েশা সিদ্দিকা, জেনিফার আলম, মানোয়ারা বেগম মনি, সানীয়া কবির সানী, মনীষা সেন, রৌপি দাশ, মুনমুন সেন, রহিমা বেগম, ফৌজিয়া বেগম অভি, নাছিমা আক্তার, শিউলী আক্তার, সীমা আক্তার, রুমানা আক্তার, ফরিদা ইয়ামিন, লাকী আক্তার প্রমুখ।
চসিক ভারপ্রাপ্ত মেয়র : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিটি কর্পোরেশনের উদ্যোগে টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারাপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম। শিক্ষিকা রুমেলা বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আবদুল মান্নান, আবুল হাসনাত মো. বেলাল, মোরশেদ আলী, সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা, রুমকি সেনগুপ্ত, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, লুৎফুন নাহার, মো. জসিম উদ্দিন, রফিকুল ইসলাম মানিক, শামসুল তাবরিজ, আশেক রসুল চৌধুরী টিপু, কামরুল ইসলাম, হুমায়ুন কবির চৌধুরী, আবু ছালেহ, মুনিরুল হুদা, আকবর আলী, সিবিত্র সভাপতি মো. ফরিদুল আলম প্রমুখ।
জেলা শিল্পকলা একাডেমি : চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গতকাল শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল দুপুর ২টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেখ হাসিনার জীবনের উপর শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, জন্মদিনের কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবির ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ।
পাঁচলাইশ থানা ছাত্রলীগ : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে পাঁচলাইশ থানা ছাত্রলীগের উদ্যোগে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিন, সহ-সভাপতি সোহরাব হোসেন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির, তোয়াফ চৌধুরী মুন্না, মো. রায়হান, মো. গিয়াস, শহীদুল ইসলাম সাব্বির, ইশমাম চৌধুরী, নাহিদ হাসান, মো. মামুন, ইয়াছিন বাবু, তৌহিদুল হৃদয়, রাকিবুল হাসনাত, ইমাম হোসেন রিফাত, পূর্ণ বড়ুয়া, সালমান, মহিন উদ্দিন, আদনান সামি, মো. রনি প্রমুখ।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ : বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে চট্টগ্রাম নগরীর মহিলা কলেজ চট্টগ্রাম মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন ‘বিশ্বের বিস্ময় দার্শনিক শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা ও শিক্ষা-শিক্ষার্থীদের সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদানের মধ্য দিয়ে উদ্‌্‌যাপিত হলো। নগরীর ৪৯নং এনায়েত বাজারস্থ মহিলা কলেজ চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ‘বিশ্বের বিষ্ময় দার্শনিক শেখ হাসিনা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে ৬২ জন শিক্ষককে সম্মাননা স্মারক, বই ও প্রবন্ধ এবং ৩৯জন অনার্স শ্রেণির শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক, বই ও প্রবন্ধ উপহার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ শমসের, প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, সাংবাদিক সৈয়দ উমর ফারুক, সৈয়দ মাহমুদুল হক, মোহাম্মদ জহির, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, অধ্যক্ষ আবু তালেব বেলাল, উপাধ্যক্ষ ইলোরা ইসলাম, ব্যবসায়ী হাজী মো. সাহাব উদ্দিন, মীর আবদুর রহমান মামুন প্রমুখ।
৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আ.লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরীর নেতৃত্বে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নুরুল আলম টেন্ডল, যুগ্ম আহব্বায়ক এ এস এম ইসলাম, সহ-সভাপতি নরুল ইসলাম, আব্দুল গফুর, আবুল হোসেন, ওয়াহিদুল আলম মাস্টার, জোনাব আলী সওদাগর, আব্দুল হালিম, কাদের মেম্বার, জয়নাল আবেদীন, জহির উদ্দিন বাদল, সৈয়দ হোসেন, মো. শরীফ, ওয়াহিদুল আলম চৌধুরী, যুবলীগ নেতা শাকিল হারুন, জামাল উদ্দিন রাজু, মুছা লোকমান, ফোরকান, লোকমান হাকিম, হারুন মেম্বার, জাসেদ, ওমর ফারুক, সুমন বেলাল, ইয়াছিন, ওমর ফারুক, পারভেজ, সাজিদ ফারুক, সোহেল আরমান, আলী আরেফিন, আলী আকবর, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবিব সেতু, রবিন, মিজান, জাবেদ, অপু, আতিক।
৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগের দোয়া মাহফিল, আলোচনা সভা ও আ.লীগ নেতা আলী আকবরের উদ্যোগে প্রায় ২০০ হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়। স্থানীয় বেবি সুপার মার্কেটে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএম জাফরুল্লাহ চৌধুরী। আ.লীগ নেতা নটরাজ গুপ্ত ও মো. হারুনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, মহানগর আ.লীগের সদস্য সৈয়দ আমিনুল হক। প্রধান আলোচক ছিলেন, আ.লীগ নেতা মো. আলী আকবর। বক্তব্য রাখেন, আ.লীগ নেতা মাবুদ সওদাগর, বজল আহমদ, সৈয়দ মোহাম্মদ এরশাদ সরদার, কামাল হোসেন, মো. সালাউদ্দিন লেদু, শেখ শাহিন, মোহাম্মদ লিটন, শের হুসনে বাবুল, মোহাম্মদ সাদাত, মোহাম্মদ ইয়াসিন, মো. নাসির খান, নূর মোহাম্মদ লিটন, শাহাবুদ্দিন, মো. হাসান, মোহাম্মদ মতিন, আব্দুর রহিম, মো. বেলাল, জামাল, মোহাম্মদ জামিল, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জহির, মোহাম্মদ আফসার, মোহাম্মদ নুর ইসলাম, মোহাম্মদ সিরাজ, জব্বার, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ কায়সার, মো. মানিক, মোহাম্মদ সাকিব, লাকি বেগম, কুলসুম আলম, রিনা আক্তার প্রমুখ।
বোয়ালখালী পৌরসভা : বোয়ালখালী পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম, রেবেকা সুলতানা মনি, আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, হাজী নাছের আলী, মাহমুদুল হক, মো. জাহাঙ্গীর আলম, জোবাইদা বেগম, শাহনাজ পারভিন নিলু, সচিব মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী মিনাল কান্তি ধর, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, হিসাব রক্ষক মজিবুর রহমান। শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করেন নেতৃবৃন্দ।
১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ড : মহানগর যুবলীগ নেতা এইচ এম ফজলে রাব্বি সুজনের ব্যবস্থাপনায় বাকলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক, ১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম শহীদ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা শওকত ইরফান রিয়াদ, আব্দুল্লাহ আল নোমান, আবরার উদ্দিন আরাফাত, হাসিবুল করিম জুয়েল, সৈকত নন্দী, নজিবুর রহমান পলাশ, বিজন চৌধুরী, রাজেশ্বর চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শওকত ইমরান, আব্দুল আজীজ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আলমগীর, ফরিদুল ইসলাম পাপ্পু।
পূর্ব নাসিরাবাদ শেখ হাসিনা জন্মদিন উদযাপন পরিষদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব নাসিরাবাদ জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। গতকাল নগরীর সিডিএ এভিনিউস্থ একটি হোটেলের সামনে আয়োজিত অনুষ্ঠানে ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কমল বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ হোসেন মজুমদার, ওমর ফারুক চৌধুরী, শুলকবহর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি সাজ্জাদ হোসেন টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য মাহির আসেফ বাবু, কলেজ ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন অপু, নুরুল আবছার রাফি, টনি দে, হেলাল উদ্দিন বাদশাহ, সৌরভ নন্দী শান্ত, মো. ইরফান, আরদুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, মো. রাকিব, আব্দুর রহমান, মো. রাব্বি, মো. ইসমাইল, মো. মিনহাজ, মো. তারেক, মো. সাগরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বন্দর ছাত্রলীগ আনন্দ মিছিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে চট্টগ্রাম বন্দর এলাকা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বিপ্লব শীল, মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, যুব সংগঠক বখতিয়ার হোসেন সুমন, উত্তম দত্ত, মো. জামান, নুরুন্নবী সোহেল, ফররুখ আহমেদ পাবেল, আবুল মনসুর টিটু, কবির আহমেদ, আবদুর রহিম, মিলন দাশ, ফয়সাল আহমেদ নোবেল, মো. সালাউদ্দিন, নাসির উদ্দিন শাওন, আমির হামজা মামুন, খুরশীদ বাদশাহ, হেদায়েত উল্লাহ রাজু, মো. শরীফ পাটোয়ারী, আনিসুল হক লিটন, ওসমান গনি মিজান, মো. সাদ্দাম হোসেন, এস এম আরিফুল হক, তানজীব আহসান জিবু, রাফিজুল ইসলাম পিয়াস, হাসান শিকদার, রহমত উল্লাহ আকাশ, আবু সুফিয়ান রুবেল, রাফসান জামিল, রাহাত ইমরান, আরিফুল ইসলাম সরল, ইউসুফ জিতু, ইয়াসিন আরাফাত হ্রদয়, শান্ত বড়ুয়া, ইকবাল হোসেন, ফয়সাল আহমেদ, ইনজাম রাজীব, জাকারিয়া রাহাত, আরাফাত ইসলাম, তৌহিদুল ইসলাম পাবেল, মো. রিয়াদ, মুজিবুল হক মামুন, রায়হান হোসেন প্রমুখ।
১২ নং সরাইপাড়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান সরাইপাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও কাউন্সিলর আলহাজ্জ্ব মোঃ নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক লায়ন এম শওকত আলী ও এবিএম লুৎফুল হক খুশি প্রমুখ।
সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ : ব্যারিস্টার সুলতান আহম্মদ চৌধুরী ডিগ্রি কলেজে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কলেজ ছাত্রী মিলনায়তনে বিনামূল্যে ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের ভেন্ডিং মেশিন উদ্বোধন এবং ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডোর গেমস উপকরণ বিতরণ অনুষ্ঠান গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এস.এম.তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি জাকের আহম্মদ খোকন, উপাধ্যক্ষ অধ্যাপক এহতেশামুল হক, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ওয়াহিদুর রহমান, অধ্যাপক পারভীন আক্তার, আইটি বিশেষজ্ঞ সবুজ দাশ, অধ্যাপক আতিক উল্লাহ চৌধুরী, প্রভাষক সুরাইয়া আক্তার, প্রভাষক সোহানা বিনতে ওয়াহাব, জাহিদ হোসেন খোকন, জিয়াউদ্দিন জিয়া, মো. আরমান, ফারুক হোসেন সুমন, মো. ইয়াসিন, তানভীর নেওয়াজ কাজল, সারূপ, নুসরাত জাহান শাওন,মহিম ইসলাম রায়হান মোস্তাইন শারুফ, নুসরাত জাহান শাওন, রুবি আকতার, রাকেশ রাকিবুল ইসলামরাহি রিজভী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইকুইটি প্লাটিনাম সেন্টার প্রকল্পের নির্মাণ কাজ শুরু
পরবর্তী নিবন্ধগৃহকর নিয়ে বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে