প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনসিসি ব্যাংকের ১০ কোটি টাকা অনুদান

বন্যাদুর্গতদের সহায়তা

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:২১ পূর্বাহ্ণ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক লিমিটেড দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকার অনুদান প্রদান করেছে।

গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. আবদুল আউয়াল।

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএভারকেয়ার চট্টগ্রামে ক্যান্সার সারভাইভার ফোরাম উদ্বোধন
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার গৃহপরিচারিকা গ্রেপ্তার