প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা পেলেন চকরিয়া-পেকুয়ার আরো ২৮ ব্যক্তি

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১১:৪০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার আরো ২৮ জন নারী-পুরুষ পেয়েছেন নগদ ১১ লাখ ৬০ হাজার টাকার চিকিৎসা সহায়তা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া চিকিৎসা সহায়তার এসব চেক উপকারভোগীদের হাতে গতকাল শনিবার থেকে হস্তান্তর শুরু হয়েছে।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিকিৎসা বাবদ এই অনুদানের চেক প্রেরণ করা হয়েছে বলে জানান সাংসদ জাফর আলমের ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী।
নতুন করে চিকিৎসা সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে ডুলাহাজারার মোহাম্মদ কালু, পালাকাটার আবদু শুক্কুর, কাহারিয়াঘোনার সোলতান আহমদ, মাইজঘোনার মুরশিদা বেগম, করাইয়াঘোনার মিজানুর রহমান, খুটাখালী হাজিপাড়ার শফিকুর রহমান, পূর্ববড় ভেওলা সিকান্দার পাড়ার রুহুল আমিন, পেকুয়ার আনর আলী মাতবর পাড়ার এস এম শাহাদত হোসেন, রাজাখালী দশেরঘোনার মোহাম্মদ হোছাইন উল্লেখযোগ্য।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয়বার আ.লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য দিলীপ কুমার
পরবর্তী নিবন্ধশান্তি ও সম্প্রীতি বিনির্মাণে আন্তঃধর্মীয় সংলাপ জরুরি