প্রাণ-প্রকৃতি নিসর্গ শোভন ঐতিহ্যের উত্তরাধিকার চট্টগ্রাম। ভৌগোলিক অবস্থানগত কারণে পাহাড়, সমুদ্র, নদী, সমতট পরিবেষ্টিত এই চট্টগ্রাম প্রাচ্যের রাণী। ঐতিহ্যগত সূত্রেই এই চট্টগ্রাম একটি প্রাচীনতম ভূখণ্ড। একসময় এ নগরী সবুজে ঢাকা ছিল, পুকুর, দিঘি, খাল, বিলে ভরপুর ছিল। এখন এসব কিছুই নেই। সেই পরীর পাহাড়টি যেখানে উঠে শৈশবে চট্টগ্রাম শহরকে দেখতাম। সেই পাহাড়টিকে ঘিরে ফেলেছে অসংখ্য স্থাপনা ও অট্টালিকা। তাই পরীর পাহাড়ে উঠে চট্টগ্রাম নগরীকে দেখার আর সুযোগ নেই। প্রকৃতিকে ক্ষত-বিক্ষত করে এত হারানোর পরেও ছিল একটুকরো নিসর্গ শোভন সৌন্দর্য সিআরবি’র শিরীষতলা। এটাকে বলা চলে নগরবাসীর ‘ফুসফুস’। হায়-হায়! এই ফুসফুসটিও ছিনতাই করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এখানে নাকি মুষ্টিমেয় ধনীকের জন্য একটি বেসরকারি হাসপাতাল করা হবে। হাসপাতালতো চাই তবে এখানে কেন? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃতিবান্ধব এবং চট্টগ্রামদরদী। বিশ্ব জলবায়ু দূষণ প্রতিরোধে তিনি নেতৃত্ব দিচ্ছেন একারণে তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত। অবাক লাগে তাকে কুমন্ত্রণা দিয়ে আপন ভূমিতে প্রকৃতি ধ্বংসে ইন্ধন যুগিয়েছে যারা তারা কখনো বাংলাদেশের আপন নয়। অথচ, তারা কিভাবে তাকে জনবিচ্ছিন্ন করার এত দুঃসাহস দেখালেন? জনস্বাস্থ্য সুরক্ষায় সিআরবি শিরীষতলা একটি প্রাকৃতিক হাসপাতাল। যেখান থেকে অবিরাম অক্সিজেন উৎপাদিত হয় এবং কার্বন-ডাই অক্সাইড গ্রাস করে প্রাণী জগতের জীবন রক্ষা করে। চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল করার মতো রেলওয়ে, বন্দর, চসিক সহ অনেক প্রতিষ্ঠানের এবং সরকারের বিপুল পরিমাণ খাস জমি রয়েছে। এগুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত হয়ে আছে। তাছাড়া এই সিআরবি বৈশ্বিক, প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য চিহ্নিত ও তালিকাভুক্ত। তাই আমরা প্রশ্ন করতে পারি বাংলাদেশ কি এখন বৈশ্বিক ঐতিহ্যহানির কারণ হয়ে দাঁড়িয়েছে? একটি যুদ্ধ বিজয়ী জাতির জন্য এর চেয়ে বড় লজ্জা আর কী হতে পারে? এই ঐতিহ্যহানির চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামবাসী রুখে দাঁড়িয়েছে। কর্ণফুলীর জলতরঙ্গের মতো ঢেউ জেগেছে। তবে এই আন্দোলন ও লড়াই কখনো সরকারের বিরুদ্ধে নয়।
কারণ বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। যতদিন এই সরকার থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন ততদিন বাঙালি নিরাপদ এবং এই বাঙালির ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা এবং আচরণগত শুদ্ধ মানসিকতা সুরক্ষিত থাকবে। এই জন্যই জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একমাত্র ভরসার স্থল। তিনি কখনো জনগণের মন মানসিকতার বিরুদ্ধে অবস্থান নিবেন না এই বিশ্বাসবোধ থেকে প্রতিদিন শিরীষতলায় সমবেত হচ্ছেন আবাল, বৃদ্ধ, বনিতা। সকলের একটি দাবি মা জননী শেখ হাসিনা- ‘আপনার কাছে প্রাণ-প্রকৃতি সুরক্ষা চাই এবং আপনিই সেই সুরক্ষায় দিতে পারেন।’