প্রধানমন্ত্রীর ওপর শেষ ভরসা রাখতে চাই

ঐক্য পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভায় রানা দাশগুপ্ত

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত আগামী অক্টোবর মাসের মধ্যে সংখ্যালঘু স্বার্থবান্ধব নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের জন্যে সরকারের কাছে দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, অন্যথায় আগামী সংসদ নির্বাচনে ধর্মীয়জাতিগত সংখ্যালঘুরা সংসদ নির্বাচনের পূর্বে নতুন করে ভাবতে বাধ্য হবে। প্রধানমন্ত্রীর উপরে আমরা শেষ ভরসা রাখতে চাই।

প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে গতকাল শনিবার মৈত্রী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী, ইন্দু নন্দন দত্ত,অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী, শংকর মজুমদার, অ্যাডভোকেট মিলন মন্ডল, চন্দন কুমার রায়, অধ্যক্ষ তাপস কুমার বক্সী, বিনয় কিশোর রায়, অ্যাডভোকেট পাপ্পু সাহা, শুকদেব নাথ তপন, লিটন সাহা, দিলীপ কুমার নাগ, প্রদ্যুৎ কুমার নাগ, অনিল দাশ ও মং নেই চেং,অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া, অধ্যাপক প্রিয়তোষ শর্মা, দীপেন কুমার ঘোষ, পলাশ কুসুম চাকমা, বিপ্লব কুমার শীল প্রমুখ। কার্যক্রম শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪ কোটির লটারি জিতে রাতারাতি দিনবদল মহিলার!
পরবর্তী নিবন্ধহাটহাজারী মাদ্রাসার ১৪৪৪-৪৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন