রাঙ্গুনিয়ায় করোনাভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে রাঙ্গুনিয়ার ৭৮০০ জন মানুষের মাঝে ৩৯ লাখ টাকার নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫০০ মানুষকে এই সহায়তা দেওয়ার মধ্যে দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ইউনিয়ন পরিষদের হলরুমে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মাস্টার, সহসভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবিব, খোরশেদ আলম সুজন, মো. হোসেন, ইউপি সদস্য মো. আলী, মো. নাজের, মো. শহিদুল্লাহ, সাইদুল ইসলাম, নুরুল ইসলাম তালুকদার, আব্দুস সবুর, দিদারুল আলম খোকন, মো. ইউছুপ, মো. শুক্কুর, মঈনুদ্দিন মহির, জামাল উদ্দিন, মো. দেলোয়ার, মো. শোয়েব, মোহাম্মদ সেলিম, মো. মাসুদ, মাহাদ মুক্তার, সাহেদ আকিব, সাহেদ ইভান, মো. তৌহিদ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ পৌরসভায় ৩০০ জন এবং ১৫ ইউনিয়নের প্রতি ইউনিয়নে ৫০০ জন করে প্রতিজনকে ৫০০ টাকা করে মোট ৩৯ লাখ টাকার সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ১৫ ইউনিয়নে ৮১৪৪ জনকে মোট ৩৬ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা এবং পৌরসভার ৩০৮১ জনকে ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকার খাদ্য সামগ্রী দেওয়া হবে।