প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামের মোছাম্মৎ খালেদা বেগম খুব খুশি। তিনি মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে আশ্রয়ণ প্রকল্পের পরিবেশ ও অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
খালেদা বেগম বলেন, আমার পরিবারের মাথা গুজার ঠাঁই ছিল না। অসুস্থ স্বামী একজন পরিবহন শ্রমিক। তার আয়েও সংসার চলে না।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে আমার পরিবারের জন্য ঘরও জমি দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।
প্রধানমন্ত্রীর জন্য নামাজ পড়ে দোয়া করি আল্লাহর কাছে।












