মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের ২য় ধাপে জমিসহ ঘর প্রদান কার্যক্রম প্রধানমন্ত্রী আগামীকাল উদ্বোধন করবেন। এ বিষয়ে বিভিন্ন জায়গায় প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে গতকাল উপজেলা সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি বলেন, হাটহাজারী পৌরসভায় ২৪টি ও মধ্যম পাহাড়তলি পশ্চিম আলমপুর এলাকায় ৩৬টিসহ মোট ৬০টি ঘর প্রদান করা হবে। আগামীকাল বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের মত হাটহাজারীতেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদান বিষয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে জমিসহ ঘর প্রদান বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। এ সময় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেন, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির প্রমুখ। নাছরীন আক্তার জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের কাছে আরও ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জুলাই ভার্চুয়ালি উপকারভোগীদের কাছে এসব ঘরের দলিল ও চাবি হস্তান্তর করবেন। তারই ধারাবাহিকতায় চন্দনাইশে ১৫ জন উপকারভোগীকে জমি ও গৃহ প্রদান করা হবে।
বান্দরবান : বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে মুজিববর্ষের প্রধানমন্ত্রীর ৭৪টি ঘর। গতকাল সকালে বান্দরবান জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, এবার সদর উপজেলায় ১০টি, লামা উপজেলায় ৩৬টি, আলীকদম উপজেলায় ৫টি, রুমা উপজেলায় ১৪টি, রোয়াংছড়ি উপজেলায় ৯টি মিলে ৭৪টি গৃহহীন ভূমিহীন পরিবারকে ঘর দেয়া হবে। আগামী ২১ জুলাই গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। জেলায় পর্যায়ক্রমে ৩১২৫টি গৃহহীন ভূমিহীন পরিবার পাবে মুজিববর্ষের প্রধানমন্ত্রীর ঘর।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন রাঙামাটির তিন উপজেলার ৩২টি পরিবার। এরমধ্যে জেলার কাপ্তাই উপজেলায় ২৬, বরকল উপজেলার ৫ ও নানিয়ারচরের ১টি পরিবার ঘর পাচ্ছেন। আগামী ২১ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মিত ঘরগুলো হস্তান্তর করবেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এক প্রেস কনফারেন্স এসব তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে জেলা প্রশাসক আরও জানান, প্রস্তুতকৃত ৩২টি ঘর তিন উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।