প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে কোনো মানুষ গৃহহীন থাকবে না

ভ্যানচালককে ঘর প্রদানকালে মফিজুর রহমান

| বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:১৯ পূর্বাহ্ণ

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে চন্দনাইশে খায়ের আহমদ (৪৫) নামে হতদরিদ্র ভ্যানচালককে দুই কক্ষ বিশিষ্ট পাকা ঘর উপহার দিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। গতকাল বুধবার সকালে নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে খায়ের আহমদের হাতে হস্তান্তর করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক এম. ফয়েজ আহমদ টিপু। ঘর পেয়ে মহা খুশি খায়ের আহমদ। মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী আশ্রায়ণ প্রকল্পের আওতায় দেশের কেউ গৃহহীন থাকবে না। বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশব্যাপী অসহায়-গৃহহীন পরিবারের মাঝে দৃষ্টি নন্দন আধুনিক টেকসই পাকা ঘর উপহার দিচ্ছেন। এই উদ্যোগে দেশের সকল বিত্তশালীরা নিজ নিজ এলাকার হতদরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসলে সমাজ এবং এলাকার মানুষ অনেক বেশি উপকৃত হবে। যার যার অবস্থান থেকে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য এসএম জামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক এম. ফয়েজ আহমদ টিপু, বেলাল হোসেন মিঠু, ফজলুল করিম, মো. সেলিম উদ্দীন, প্রবীন দাশ সুমন, মশিউর রহমান রাশেদ, আলম খান, নুরুল আলম আজাদ, আসিফ মোস্তফা।

পূর্ববর্তী নিবন্ধপ্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধজয় শর্মা