প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে এক নম্বরে আছে কালুরঘাট সেতু : রেলমন্ত্রী

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

কালুরঘাট রেল-কাম সড়ক সেতুর বাস্তবায়ন ও সর্বশেষ অগ্রগতি নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। গত ৩১ আগস্ট বুধবার তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে রেলমন্ত্রী সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পে এক নম্বরে আছে কালুরঘাট সেতু। প্রধানমন্ত্রী নকশা পছন্দ করে প্রাথমিক অনুমোদন দিয়েছেন। এ সেতু নির্মাণের জন্য রেলপথ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, একনেক সভায় পেশ করার জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। চূড়ান্ত হওয়া নতুন ডিজাইনের কালুরঘাট সেতুর উন্নয়ন প্রকল্প একনেকে প্রস্তাব করা হবে। একনেকে পাশ হলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। কালুরঘাটে নতুন রেল কাম সড়ক সেতু নির্মাণ প্রকল্পের নকশায় সম্মতি ও অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামবাসীর পক্ষে অভিনন্দন জানিয়ে মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রামের প্রতি বিশেষ মমতার কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা ভাবের পরেও সেতুটি অগ্রাধিকার প্রকল্পে ১ নম্বরে রেখেছেন। সেতু নির্মাণে সাত হাজার কোটি টাকার প্রকল্পে সম্মতি দিয়েছেন। এ জন্য চট্টগ্রামবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।

পূর্ববর্তী নিবন্ধদাউদ ইব্রাহিমের মাথার দাম ঘোষণা করল ভারত সরকার
পরবর্তী নিবন্ধআজ চা শ্রমিকদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী