প্রধানমন্ত্রীর অগাধ আস্থা ও বিশ্বাস ছিল জয়নুল আবেদীনের প্রতি

স্মরণসভায় এমপি নদভী

| শনিবার , ১৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৩৪ অপরাহ্ণ

সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অগ্রযাত্রা ও সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় ধ্রুবতারা হয়ে বেঁচে থাকবেন প্রধানমন্ত্রীর দীর্ঘকালীন সামরিক সচিবের দায়িত্ব পালনকারী মেধাবী সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন। তাঁর প্রতি প্রধানমন্ত্রীর ছিল অগাধ আস্থা ও বিশ্বাস। সৎ, নীতিবান ও বড়মাপের এই দেশপ্রেমিক সামরিক কর্মকর্তার গৌরবময় কীর্তিগাঁথা এবং নেতৃত্ব বাহিনীতে অনুস্মরণীয় হয়ে থাকবেন। মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রমের প্রথম মৃত্যুবার্ষিকী গত ১৭ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার চুনতির গ্রামের বাড়িতে চুনতিবাসীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া মোহাম্মদ ইসমাইল মানিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, চুনতির ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, ওমর ফারুক চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজয় বাংলা শিল্পী গোষ্ঠীর পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধশীতার্ত বস্ত্রহীনদের জন্য ‘মানবতার দেয়াল’