প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল, সৌদিতে গ্রেপ্তার ২

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ইমেইল দেওয়ার অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। খবর বাংলানিউজর।

গতকাল শনিবার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড মিডিয়া রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। তবে প্রাথমিকভাবে আসামিদের নাম ও পরিচয় জানায়নি। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ইমেইল দেওয়ার অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

আজ রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান হব।

পূর্ববর্তী নিবন্ধএবার ইদ্দত পালন মামলায় ইমরান-বুশরার সাত বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসাজেকে তিনদিনের সফরে আসছেন রাষ্ট্রপতি