প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হুমকি প্রদানকারীকে আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান।
মহানগর মহিলা আওয়ামী লীগ : চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ইপিজেড চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন শারমীন ফারুক। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগ। বক্তব্য রাখেন জেবুনেসা চৌধুরী,হাসিনা আক্তার টুনু, কাউন্সিলর হুরে আরা বিউটি, তসলিমা নুরজাহান রুবি, নাছিমা আক্তার, তাহমিনা, স্বপ্না আক্তার, পারভীন আক্তার, জেবু নাহার, কামরুন নেসা, নাসিমা আক্তার প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। এর আগে মিছিলটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ইউনেস্কো ক্লাব : মহানগর ইউনেস্কো ক্লাবের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এক প্রতিবাদ সভা ক্লাব সভাপতি শেখ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এম এ নেওয়াজ, আনোয়ারুল ইসলাম বাপ্পী, আঞ্জুমান আরা, এস এস মুন্না শাহ, স উ ম জিয়াউর রহমান, অ্যাড. রতন দাশ, দুর্জয় দেবনাথ, ইঞ্জি: মো: এস রানা, ডা. জোনাকী দেবী প্রমুখ।
রেলওয়ে শ্রমিক লীগ কারখানা শাখা : রেলওয়ে শ্রমিক লীগ পাহাড়তলী কারখানা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা গত ২৩ মে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে ও সম্পাদক মাদক চন্দ্র মল্লিক বিটুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মো. রকিবুল আলম সাজ্জী, সদস্য শফিকুল ইসলাম শফিক। বক্তব্য রাখেন আলাউদ্দিন খান, হুমায়ুন কবির, আব্দুল আউয়াল, মোঃ শাহিনুর রহমান, আবু মোহাম্মদ জামাল উদ্দিন, আমিনুল ইসলাম রিয়াজ, মশিউর রহমান, ইসমাইল উদ্দিন দিনার, গোলাম কিবরিয়া, জহির উদ্দিন বাবু, দেলোয়ার হোসেন নাজমুল, মো. রেজাউল করিম বাবু, মোহাম্মদ সালাউদ্দিন, রাজেশ বড়য়া, রফিকুল ইসলাম, শামসুল আরেফিন জাহেদ, শাহাদাত হোসেন, আহসান হাবিব, দিপু, মামুনুর রশিদ মামুন, আহসান হাবীব, সৈকত বর্মন, মেজবাহ, রাকিব, সজীব প্রমুখ।
মহানগর জয় বাংলা পরিষদ: মহানগর জয় বাংলা পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভা সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. আসলাম হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল হোসেনের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন মো. এসকান্দর মিয়া, রেহানা আহম্মদ মনি, নোয়াব আলি মেম্বার, আব্দুল হালিম, শওকত আলি জমিদার, সফিউর রহমান,কামাল উদ্দীন মাস্টার, মো. নওশাদ, মো. জাবেদ, রওশন রোজী, আবদুর নুর, মিন্টু দাশ, মো. মাহবৃুব, মোরশেদ বাবু, অ্যাডভোকেট মুন্না, হাফেজ মো. জাহাঙ্গীর, মো. ইয়াছিন, মো. আলিফ প্রমুখ।
চট্টগ্রাম জেলা সরকারি আইন কর্মকর্তাবৃন্দ : চট্টগ্রাম জেলা সরকারি আইন কর্মকর্তাদের উদ্যোগে অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রশিদ মিন্টু, মহানগর পিপি আব্দুর রশিদ, অতিরিক্ত পিপি ফখরুদ্দীন জাবেদ, নিখিল কান্তিনাথ, মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট আজাহারুল হক। অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, দেশে আইনের শাসন বলবৎ থাকা অবস্থা গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া গভীর ষড়যন্ত্রের একটি অংশ। যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিরোধ হবে কোন অশুভ শক্তিকে ছাড় দেয়া হবে না।
শুলকবহর ওয়ার্ড : শুলকবহর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গত ২২ মে মহানগর যুবলীগ নেতা আবুল বশরের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল ২ নং গেইটস্থ জয় বাংলা চত্বের অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উৎপল দাশ, এনামুল হক, আবু তাহের, আফতাব উদ্দিন, লুৎফর রহমান, মো. আশিক, সবুজ মিয়া, শামসুল আলম রুবেল, কবির হোসেন, ইসমাইল, মনির, আ. কুদ্দুস, মো. হেলাল উদ্দিন, মিটু দাশ, মো. সুজন, ইয়াছিন আরাফাত সাদ্দাম, মো. সুমন, মো. আলমগীর মনা, ইমাম হোসেন রনি, দেলোয়ার হোসেন, টিপু সুলতান, মো. সাজ্জাদ, জাহেদুল ইসলাম, মো. ইয়াছিন, কামরুল হাসান, মুমিনুল হক, নাইম হোসেন, সাচ্চু মিয়া, মো. অপু, নাদিম হোসেন, ফয়সাল ইকবাল, শুভ দাশ বাবু, মো. ইমন, মো. রানা, ইসমাইল মোল্লা, মো. রবিন, আসিফ মাহমুদ, খোকন, রাতুল, মো. এরশাদ, শরিফুল ও মো. বাবু।
রাঙ্গুনিয়ার কোদালা : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার কোদালা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার। যুবলীগ নেতা মো. শোয়েব হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মো. শামসুল আলম, মোহাম্মদ ফারুক, মাহমুদুল হাসান কুসুম, মো. হারুন, আবু তাহের, কোব্বাত আলী, আব্দুর রহমান, লিয়াকত আলী, জমির হোসেন, হাবিবুল্লাহ খোকন, মো. আনোয়ার হোসেন, হাসান আল মামুন, মো. জমির, যাবের হোসেন, আব্দুল জব্বার, মো. ইব্রাহীম, আবু তাহের, মো. আজগর, মো. রাশেদ, মো. সেলিম, জোবায়ের হোসেন টিটু, কুতুব উদ্দিন, তাজুল ইসলাম, রোস্তম আলী, শওকত আলী প্রমুখ।












