প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি যুবক গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:০৯ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে জামিল হোসেন (২১) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। জামিল উপজেলার কদলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুল কুদ্দুসের পুত্র। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, জামিল হোসেন কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। এ ঘটনায় বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রাউজান যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ মামলাটি দায়ের করেছেন। ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ ষষ্ঠী
পরবর্তী নিবন্ধবদলি চালকের বেশে মিনি ট্রাক চুরি