প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোছাইনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (২৭ জুলাই) কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব সূত্র জানায়, ১৬ জুলাই পেকুয়ায় মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়।
ওই ঘটনায় ১৯ জুলাই পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মগনামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও ফরহাদ হোছাইনসহ পাঁচজনকে আসামি করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, গোপন খবরের ভিত্তিতে আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোছাইনকে শাহ আমানত ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।