প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

| শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা ছাত্রলীগ : প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কটুক্তির প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বিকেল ৪টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয় থেকে লালদীঘি, কোতোয়ালী প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আলী, তাসরিফুল ইসলাম জিল্লু, এম মনজুর আলম, কে এম পারভেজ, নির্জর বড়ুয়া জয়, সোহরাব চৌধুরী শুভ, মঈন উদ্দিন, জিয়া উদ্দিন আরিফ, মোরশেদ আলম অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, আজিজ তুহিন, আরেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক, তসলিম উদ্দিন চৌধুরী, মো. মহি উদ্দিন, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সৈকত চৌধুরী, ইফতেকার উদ্দিন সবুজ, মো. শাহেদুল ইসলাম, দিদারুল আলম রিপন, ইফতেকার হামিদ অভি, মো. মুমিনুল ইসলাম, মিনহাজ উদ্দিন মিনার, ইফতেকারুল আলম সিয়াম, আবদুল কাদের রিমন, এস এম সাইফুল, রাইহান উদ্দিন, আব্দুল করীম সম্রাট প্রমুখ।
উত্তর জেলা ছাত্রলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা আলালের কটুক্তির প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীর নিউমার্কেটস্থ দলীয় কার্যালয় চত্বরে গত বুধবার বিকেলে উত্তর জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে নিউমার্কেট চত্বরসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান রাসেল, সীতাকুণ্ড সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলান, মীরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেলসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন-অগ্রগতির বিশ্বস্বীকৃতি
পরবর্তী নিবন্ধবেগম কামরুন্নেছা