বিমান বন্দরগুলোতে পিসিআর মেশিন সংযোজনের নির্দেশ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার সিডিএর সাবেক চেয়ারম্যান, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। তিনি বলেন, বিমান বন্দরে পিসিআর মেশিন না থাকায় বিদেশে গমনাগমনকারীদের বাড়তি ঝামেলা পোহাতে হয়। করোনার সংকটময় সময়েও আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বিশাল অঙ্কের রেমিটেন্স পাঠিয়েছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের সকল রেকর্ডকে অতিক্রম করেছে। এতে প্রবাসে কর্মরত রেডিমটেন্স যোদ্ধাদের বিশেষ ভূমিকা রয়েছে। তাছাড়া দেশের শিল্পদ্যোক্তা ও ব্যবসায়ীরা করোনার প্রতিকুলতা স্বত্বেও বৈদেশিক বাণিজ্যের চাকা সচল রেখেছেন। বিদেশে গমনাগমনে এতদিন যে বাড়তি জটিলতা ছিল তা নিরসনে বিমান বন্দরে জরুরি ভিত্তিতে পিসিআর মেশিন বসানোর নির্দেশনায় প্রবাসীসহ বিমান বন্দর ব্যবহারকারী সকলের মনে স্বস্তি এনেছে। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা দেশের সর্বশ্রেণী ও পেশার মানুষের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতারই প্রতিফলন। প্রেস বিজ্ঞপ্তি।