প্রদীপ-চুমকির বিরুদ্ধে আরো চারজনের সাক্ষ্য

অবৈধ সম্পদ অর্জন মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

অবৈধ সম্পদ অর্জন মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে আরো চারজন সাক্ষ্য দিয়েছেন। তারা সকলেই গণফূর্তের ইঞ্জিনিয়ার। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন প্রদীপ। গতকাল বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদের আদালতে চার সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

এ নিয়ে এ মামলায় মোট ২২ জনের সাক্ষগ্রহণ সম্পন্ন হয়েছে। দুদক পিপি মাহমুদুল হক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৯ মে এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের এ মামলায় চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

এর আগে গত বছরের ৭ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত থেকে প্রদীপ-চুমকির এ মামলা বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারের জন্য বদলি হয়। তারও আগে গত বছরের ২৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধী শিশুদের ঈদের জামা উপহার দিলেন মনজুর আলম
পরবর্তী নিবন্ধসিপিটির প্রতিযোগিতার পুরস্কার বিতরণ