প্রথম ৩৯ ঘণ্টায় অনলাইনে ফি বাবদ ৭৭ লাখ টাকা আদায়

ক্যাশলেস ই-নামজারি ব্যবস্থা

| সোমবার , ৩ অক্টোবর, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

ক্যাশলেস ই-নামজারি ব্যবস্থায় ভূমিসেবা গ্রাহকদের ইতিবাচক সাড়া পড়েছে। প্রথম ৩৯ ঘণ্টায় অনলাইনে ফি বাবদ সরকারের ৭৭ লাখ টাকা আদায় হয়েছে। শনিবার সরকারি ছুটির দিন পয়লা অক্টোবর ২০২২ থেকে এই সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়। তবে গতকাল ২ অক্টোবর ছিল ক্যাশলেস ই-নামজারি বাস্তবায়নের প্রথম কার্যদিবস। ভূমি মন্ত্রণালয়ের পূর্ব-ঘোষণা অনুযায়ী ৩০ সেপ্টেম্বর থেকে ম্যানুয়াল বা নগদ তথা ক্যাশে কোনো ধরনের নামজারি ফি গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ক্যাশলেস ই-নামজারি ব্যবস্থা প্রবর্তনের পর রোববার বেলা ৩টা নাগাদ ৬ হাজার ২শটিরও বেশি অটোমেটেড কিউআরকোড সমৃদ্ধ ডিসিআর সংগ্রহ করেছেন ভূমিসেবা গ্রাহকরা। খবর বাসসের।
নামজারি আবেদন মঞ্জুর হলে ডিসিআর ফি জমা দিয়ে তারা ডিসিআর সংগ্রহ করেন। ফি বাবদ প্রায় ৬৯ লাখ টাকা অনলাইনে মোবাইল ওয়ালেট কিংবা ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়েছেন ভূমিসেবা গ্রাহকরা। একইভাবে, একই সময়ে, সাড়ে ১১ হাজারের অধিক নতুন ই-নামজারি আবেদন জমা হয়েছে। আবেদন ফি বাবদ প্রায় ৮ লাখ টাকা একইভাবে সরকারি কোষাগারে জমা হয়েছে। বিভিন্ন ই-নামজারি ফি বাবদ একই সময়ে মোট ৭৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩৫০০ ফুট উচ্চতায় চলন্ত বিমানে গুলি!
পরবর্তী নিবন্ধমহাঅষ্টমী ও কুমারী পূজা আজ