ডারবান টেস্টে ব্যতিক্রম বাংলাদেশের মাহমুদুল হাসান জয়। অন্যপ্রান্তে সতীর্থ ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে তিনি আগলে রাখছিলেন উইকেট।
পাশাপাশি দিনের দ্বিতীয় ভাগে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তরুণ এই ওপেনার। সেই সঙ্গে গড়লেন দুটি রেকর্ডও। প্রায় ৬ ঘণ্টা ও ৪৫ মিনিটের ধৈর্যশীল ইনিংস খেলার পুরস্কার হাতেনাতে পান জয়।
২৬৯ বলে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই ২১ বছর বয়সী প্রথম, যিনি সেঞ্চুরির দেখা পেলেন। এর আগে মোমিনুল হককে ছাড়িয়ে প্রোটিয়াদের বিপক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও হয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন জয়। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রমে মোমিনুল হকের ৭৭ ছিল সর্বোচ্চ রানের রেকর্ড।