প্রথম শ্রেণিবৈষম্য লিঙ্গভিত্তিক, অর্থনৈতিক নয়

প্রিমিয়ার ভার্সিটির সেমিনারে উপাচার্য

| সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ‘জেন্ডার সমতা ও সমনাগরিকত্ব প্রতিষ্ঠায় গণতান্ত্রিক ও ইহজাগতিক মূল্যবোধ’ শীর্ষক সেমিনার সম্প্রতি বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ও প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানার সভাপতিত্বে এতে আলোচক ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর হোসাইন কবীর, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলা উদ্দিন ও ড. সাদিকা সুলতানা চৌধুরী। ধারণাপত্র উপস্থাপক ছিলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস), চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক মো. ফেরদৌস আহম্মদ। বক্তা ছিলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ চট্টগ্রাম কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা এম এম এরশাদুল করিম। সেমিনার সঞ্চালনা করেন প্রভাষক তানিয়াহ্‌ মাহমুদা তিন্নি।

প্রধান অতিথি বলেন, প্রথম শ্রেণিবৈষম্য লিঙ্গভিত্তিক, অর্থনৈতিক নয়। যখন থেকে সমাজ এগিয়ে চলেছে, রাষ্ট্র গড়ে উঠেনি, তখন থেকে লিঙ্গবৈষম্য চলছে। প্রাচীন সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক হলেও তখনও লিঙ্গবৈষম্য ছিল, ছিল নারীর প্রতি সহিংসতা। তিনি বলেন, এখনও বিশ্বের কোথাও কোথাও মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা আছে, যা প্রথার মাধ্যমে চলে। প্রফেসর হোসাইন কবীর বলেন, মানুষ হিসেবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি বিভিন্ন দেশের মানুষের অধিকার ও নারীর অধিকার নিয়ে আন্দোলনবিপ্লবসংগ্রামের উল্লেখ করেন। প্রফেসর ড. মুহাম্মদ আলা উদ্দিন বলেন, জাতীয় চারনীতিগণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন করা গেলে জেন্ডার সমতা ও সমনাগরিকত্ব প্রতিষ্ঠিত করা যাবে। তিনি উল্লেখ করেন, অন্তর্ভুক্তিমূলক সমাজগঠনে, এমনকি নিজেদের স্বার্থে পুরুষদেরকেও লিঙ্গের সমতা প্রতিষ্ঠায় কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীর চৌমুহনীতে পিটুপি ফার্নিচারের শোরুম উদ্বোধন
পরবর্তী নিবন্ধচিটাগং সায়েন্স কার্নিভ্যালে দুটি সাফল্য সিআইইউর