পাকিস্তান জামায়াতে ইসলামীর নেতা মুশতাক আহমেদ রীতিমত ‘ছি ছি’ করে উঠেছেন; বলেছেন, এ তো লজ্জাজনক! দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার তো তদন্তেরই নির্দেশ দিয়ে বসেছেন। অনলাইনে পাকিস্তানিরা, বিশেষ করে পুরুষেরা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন। কিন্তু কাকে নিয়ে এত সমালোচনা? তিনি ২৪ বছর বয়সী এক তরুণী, নাম এরিকা রবিন। ধর্মে খ্রিষ্টান, বাড়ি করাচিতে। আসছে নভেম্বরে এল সালভাদরে অনুষ্ঠেয় সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে তিনিই পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। পাকিস্তান থেকে মিস ইউনিভার্সে প্রতিযোগী পাঠাতে এবারই প্রথম বাছাই পর্ব হয়। তবে সেটা পাকিস্তানে নয়, হয়েছে মালদ্বীপে। সেখানে সেরা পাঁচজনের মধ্য থেকে তিনি মিস ইউনিভার্স পাকিস্তান নির্বাচিত হয়েছেন এরিকা রবিন। আর এ ঘটনা রক্ষণশীল মুসলিম দেশ পাকিস্তানে যে তোলপাড় সৃষ্টি করেছে, তাই তুলে ধরা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে। বিশ্বজুড়ে পাকিস্তানি বংশোদ্ভূত নারীদের জন্য ২০০২ সালে টরন্টোয় ‘মিস পাকিস্তান ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। ২০২০ সালে সেটা হয় লাহোরে। খবর বিডিনিউজের।
মিস পাকিস্তান ইউনিভার্সাল, মিসেস পাকিস্তান ইউনিভার্সাল এবং মিস ট্রান্স পাকিস্তানের মত বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয়েছে সে প্রতিযোগিতা। তবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭২ বছরের ইতিহাসে পাকিস্তান থেকে কেউ কখনো অংশ নেননি।