অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে কল্লোল সংঘ এবং বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দিনের প্রথম খেলায় কল্লোল সংঘ ২-১ গোলে চট্টগ্রাম জেলা পুলিশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে তানভীর ৪৪ মিনিটে এবং রাশেদ ৫৭ মিনিটে গোল করেন।
অন্যদিকে জেলার পুলিশের হয়ে খেলার ৮৪ মিনিটে জহিরুল হক ১টি গোল পরিশোধ করেন। পুলিশের জিচান বড়ুয়া এবং মাকসুদুর রহমান খেলার শেষ দিকে লাল কার্ড দেখেন। ৭ খেলা শেষে কল্লোল সংঘ ১২ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে সমান খেলায় চট্টগ্রাম জেলা পুলিশ ৯ পয়েন্ট পেয়েছে। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মো. রাশেদ। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর শর্মিষ্ঠা রায়।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ১-০ গোলে বাকলিয়া একাদশকে পরাজিত করে। খেলার ৪০ মিনিটে হেড করে একমাত্র গোলটি করেন রেলওয়ের মো. রাকিব। ৬ খেলা শেষে রেলওয়ের পয়েন্ট ১১,অন্যদিকে সমান খেলায় বাকলিয়া ৬ পয়েন্ট পেয়েছে। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মো. রাকিব। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. আনোয়ারুল ইসলাম।
আজ বিকাল ২.৪৫ টায় পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা বনাম কর্ণফুলী ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।












