প্রথম বিভাগ ফুটবল লিগে পটিয়া-লাকী স্টার খেলা ড্র

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ নভেম্বর, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

সিজেকেএস সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাবের খেলা গোল শূণ্য ড্র হয়েছে। এ ড্রয়ের ফলে ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাব ৪ খেলায় ৮ পয়েন্ট লাভ করেছে। অন্যদিকে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা সমান খেলায় ৩ পয়েন্ট পেয়েছে।

গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার মাইনুর ইসলাম। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর শাহাদাত হোসেন। আজ দুপুর ১২:৪৫ টায় রাইজিং স্টার ক্লাব বনাম কল্লোল সংঘ এবং বিকাল ২.৪৫ টায় বিসিআইসি ক্রীড়া সংসদ বনাম চট্টগ্রাম জেলা পুলিশ পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় রক স্টার ক্রিকেট টুর্নামেন্টে ড্রিম বয়েজ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধকল্লোল সংঘের ফুটবল কমিটির কো-চেয়ারম্যান জাবেদ ইকবাল