প্রথম বিভাগ ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে কে এম স্পোর্টিং

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ১১:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে কে এম স্পোর্টিং ক্লাব। যদিও আগের ম্যাচে তারা ড্র করেছিল । তবে সে পয়েন্ট হারানো থেকে আবার বেরিয়ে এসেছে কে এম স্পোর্টিং ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে রেলওয়ে রেঞ্জার্সকে ১০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে কে এম স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে তাদের পক্ষে বিজয়সূচক গোলটি করেন মোতালেব। এ জয়ের ফলে কে এম স্পোর্টিং ক্লাব ৬ খেলা শেষে ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। আর সম সংখ্যক খেলায় ১০ পয়েন্ট লাভ করেছে রেলওয়ে রেঞ্জার্স। এবারের প্রথম বিভাগ লিগে শক্তিশালী দল নিইে মাঠে নেমেছে কে এম স্পোর্টিং। ফলে লিগের শুরু থেকেই প্রত্যাশিত ফল আদায় নিচ্ছে কে এম স্পোর্টিং ক্লাব। গতকালও দুর্দান্ত খেলে আরেকটি জয় তুলে নিয়েছে তারা। দারুন এই জয় পেয়ে স্বস্তিতে ফিরেছে কে এম স্পোর্টিং। খেলার শুরু থেকেই আক্রমন এবং পাল্টা আক্রমণ করে খেলতে থাকে দু দলই। কিন্তু গোলের দেখা পাচ্ছিলনা কোন দলই। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হচ্ছে তেমনটি যখন মেনে নিচ্ছিল সবাই ঠিক তখণই এগিয়ে যায় কে এম স্পোর্টিং ক্লাব। খেলার ৪২ মিনিটে গোলমুখের কাছ থেকে মোতালেব টোকা দিয়ে বল জালে পৌঁছে দেন। আর তাতেই এগিয়ে যায় কে এম স্পোর্টিং ক্লাব

তবে দ্বিতীয়ার্ধে রেলওয়ে রেঞ্জার্স দুইবার গোল করার সুযোগ পেয়েও জালের ঠিকানা খুঁজে পায়নি। প্রথমে ইকবালের শট লক্ষ্যচ্যুত হয় এবং বাবু’র হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়। পরবর্তীতে প্রানপণ চেষ্টা করেও রেলওয়ে প্রতিরোধের মুখে গোলের সুযোগ করতে পারেনি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রেলওয়ে রেঞ্জার্সকে। আর দারুন স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে কে এম স্পোর্টিং ক্লাব। আরেকটি জয় তুলে নিয়ে দলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শিরোপা জয়ের দিকে। গতকালের ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে এম স্পোর্টিং ক্লাবের ফখরুল। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর জসিমউদ্দিন। আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। যাতে মুখোমুখি হবে রাইজিং স্টার ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাব । আর খেলাটি শুরু হবে (২টা ৪৫ মিনিটে)

পূর্ববর্তী নিবন্ধদলের জন্য ভালো খেলাটাই জরুরি মনে করেন তাইজুল
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল বাংলাদেশের মেয়েরা