চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগের সমাপ্তি ঘটবে আজ মঙ্গলবার। লিগের শেষ দিনে এম এ আজিজ স্টেডিয়ামে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে কল্লোল সংঘ এবং কর্ণফুলী ক্লাব। বিকাল ৫টায় দ্বিতীয় খেলায় অংশ নেবে শতদল ক্লাব এবং বাকলিয়া একাদশ। খেলা শেষে সন্ধ্যা ৭ টায় পুরস্কার বিতরণ করা হবে।