অনুপ বিশ্বাস সিজেকেএস–সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগের শিরোপা জিতেছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব। আগামী মৌসুমে তারা প্রিমিয়ার ফুটবল লিগে অংশ নেবে। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল দুপুরে অনুষ্ঠিত লিগের অঘোষিত ফাইনালে তারা জানে আলম সাব্বিরের গোলে রাইজিং স্টার ক্লাবকে হারিয়ে এ গৌরব অর্জন করে। এ নিয়ে কিষোয়ান স্পোর্টিং ক্লাব ধারাবাহিক সাফল্যে অনন্য রেকর্ড গড়েছে। ২০২০ সালে চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নিবন্ধন নিয়ে তৃতীয় বিভাগ লিগে খেলতে নামে তারা। সূচনাতেই তারা লিগে চ্যাম্পিয়নশিপ লাভ করে। এরপর ২০২১ সালে দ্বিতীয় বিভাগ লিগে উত্তীর্ণ হয়ে সেবছরও শিরোপা জয় করে তারা। এবছর ২০২২ সালে প্রথম বিভাগে এসে এখানেও চ্যাম্পিয়ন হলো তারা। আগামী বছর তারা খেলবে প্রিমিয়ারে। এর আগে কোন দল এ ধরনের টানা কৃতিত্ব অর্জন করতে পারেনি।
৮ খেলা শেষে ১৫ পয়েন্ট নিয়ে কিষোয়ান স্পোর্টিং ক্লাব ও রাইজিং স্টার ক্লাব গতকাল মঙ্গলবার দুপুরে ’অঘোষিত’ ফাইনালে খেলতে নামে। শিরোপার দিকে চোখ রেখে নতুন খেলোয়াড় অন্তর্ভূক্ত করে বাড়তি শক্তি নিয়ে নামে রাইজিং স্টার। শুরু থেকে শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয় দল দুটো। এর মধ্যে প্রথমার্ধের ৪৫ মিনিটে জানে আলম সাব্বিরের গোলে লিড পায় কিষোয়ান। জানে আলম একক প্রচেষ্টায় বঙে ঢুকে রাইজিং রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন (১–০)। সমতার লক্ষ্যে রাইজিং স্টারও মরিয়া চেষ্টা চালায়। কিষোয়ানের প্রতিরোধের মুখে থেকেও শেষ দিকে সহজ সুযোগ পেয়েছিল রাইজিং স্টার। গোলমুখের খুব কাছ থেকে জাহাঙ্গীরের শট ক্রসবারে লেগে প্রতিহত হলে বঞ্চিত হয় তারা। এদিকে খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে কিষোয়ানের খেলোয়াড় ও কর্মকর্তারা শিরোপা উৎসবে মেতে উঠেন। ৯ খেলা শেষে কিষোয়ান স্পোর্টিং ক্লাব সর্বোচ্চ ১৮ পয়েন্ট পেয়েছে। সমান খেলায় রাইজিং স্টারের পয়েন্ট আগের মতোই ১৫। গতকালের এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় জানে আলম সাব্বির। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ ইউনুছ।
এদিকে বিকেলে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় রেলওয়ে রেঞ্জার্স ৪–১ গোলে কল্লোল সংঘকে পরাজিত করে এবারের আসর শেষ করেছে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২–০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে কিরণ শীল ২টি ও সাজ্জাদ হোসেন ১টি গোল করেন। অপরটি ছিল আত্মঘাতি। কল্লোলের একমাত্র গোল করেন মো. রাশেদ। ৯ খেলা শেষে রেলওয়ে রেঞ্জার্স ১৫ এবং কল্লোল ১২ পয়েন্ট পেয়েছে।
এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের কিরণ শীল। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ডা. তিমির বরন চৌধুরী।
আজ প্রথম বিভাগ ফুটবল লিগের দুটি খেলা অনুষ্ঠিত হবে। এ দুটি খেলা দিয়েই এবারের আসর শেষ হবে। দুপুর ১২.৩০টায় জেলা পুলিশ একাদশ–পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং ২.৪৫টায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব–বাকলিয়া একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে। নওজোয়ান জিতলে ১৭ পয়েন্ট নিয়ে রানার্স আপ হবে। এ ফলাফলে কর্ণফুলী ক্লাব ও বাকলিয়া উভয়ের পয়েন্ট সর্বনিম্ন ৭ হবে। তখন প্লে অফ ম্যাচে অংশ নিতে হবে তাদের। নওজোয়ান–বাকলিয়া খেলা ড্র হলে বাকলিয়া একাদশ ৮ পয়েন্ট নিয়ে রক্ষা পাবে। অন্যদিকে কর্ণফুলী ক্লাবের অবনমন সুনিশ্চিত হবে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হবে।












