চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লিগের গতকালের একমাত্র খেলায় জয় পায়নি পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং বাকলিয়া একাদশ কেউই। দু দলই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। গতকালের ড্রয়ের ফলে ৩ খেলায় পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। অপরদিকে সমান ৩ খেলায় বাকলিয়ার অর্জন ৫ পয়েন্ট।
গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে দু দল। আক্রমনণ এবং পাল্টা আক্রমণে জমে উঠা ম্যাচটি ৮৬ মিনিট পর্যন্ত ছিল গোল শূন্য। ম্যাচটি জমে উঠে একেবারে শেষের চার মিনিটে। খেলার ৮৭ মিনিটে গোলের ডেডলক ভাঙ্গে বাকলিয়া একাদশ। পরিকল্পিত আক্রমণ থেকে ডি বক্সে বল পেয়ে দুর্দান্ত এক শটে অধিনায়ক রুবায়েত গোল করে এগিয়ে দেন বাকলিয়া একাদশকে। যদিও তাদের সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার অতিরিক্ত সময়ে ডানপ্রান্ত থেকে লম্বা থ্রো থেকে উড়ে আসা বল বাকলিয়ার ডি বক্ষে ফাঁকায় পেয়ে যান পটিয়ার অধিনায়ক বেলাল । আর সে বল ধরে আড়াআড়ি শটে বল জালে পৌঁছে দিলে খেলায় সমতা ফিরে আসে। এরপর আর কোন দলই গোল করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু দল। অবশ্য এর আগে খেলার দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে এগিয়ে যেতে পারতো বাকলিয়া একাদশ। কিন্তু পটিয়ার গোলরক্ষক উকাথেন রাহুলের অসাধারণ দৃঢ়তায় সে যাত্রায় গোল বঞ্চিত হতে হয় বাকলিয়া একাদশকে। রুবায়েতের ক্রসে শেখ আহমদ দারুণ এক হেড করেছিলেন। কিন্তু বল জাল স্পর্শ করার আগে রাহুল কর্নার করে প্রতিহত করেন। ৫ মিনিট পর এগিয়ে যেতে পারতো পটিয়া উপজেরা ক্রীড়া সংস্থা। মুন্না ডি বক্সে বক্সে ফাঁকায় বল পেলেও শট নিতে পারেননি। খেলার ৪০ মিনিটে ডি বক্সের বাহির থেকে রুবেল রানার শট ক্রসবার উঁচিয়ে চলে গেলে আর গোল পাওয়া হয়নি পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার। গতকালের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার গোলরক্ষক উকাথেন রাহুল। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. জাহেদ হোসেন। আজ একটি মাত্র খেলা অনুষ্ঠিত হবে। আর সে খেলায় কর্ণফুলী ক্লাব এবং রাইজিং স্টার ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। খেলাটি শুরু হবে ২টা ৪৫মিনিটে।












