প্রথম বিভাগ ক্রিকেট লিগে রাইজিং স্টার জুনিয়র চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লিগের শিরোপা জিতেছে রাইজিং স্টার জুনিয়র।

এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে ৩৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নেয় রাইজিং স্টার ক্লাব জুনিয়র।

সে সাথে আগামী বছর প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জণ করে। সুপার ফোর পর্বের নিজেদের প্রথম ম্যাচে শতদল ক্লাবকে পরাজিত করেছিল রাইজিং জুনিয়র। দ্বিতীয় ম্যাচে আজ কোয়ালিটিকে হারিয়েছে। শেষ ম্যাচে শতদল ক্লাব জুনিয়রের কাছে হারলেও শিরোপা নিশ্চিত থাকবে রাইজিং স্টার জুনিয়রের। প্রথমে ব্যাট করতে নামা রাইজিং স্টার জুনিয়র নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২১০ রান সংগ্রহ করে।

দলের পক্ষে ৮২ রান করে অপরাজিত থাকেন সাজিদ। এছাড়া ৫৬ রান করে অপরাজিত থাকেন রহিম। অন্যান্যের মধ্যে স¤্রাট ২৪, ফাহিম ১১ এবং সাদ্দাম করেন ১০ রান। কোয়ারিটির পক্ষে ২টি করে উইকেট নেন ওসমান এবং আমিরুজ্জামান। জবাবে ব্যাট করতে নামা কোয়ালিটি ৪৫.২ ওভারে ১৭৭ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন রিয়াজুল। এছাড়া বাবু ৫০, আজিজ ১২, নাহিদ ১১ এবং আমিরুজ্জামান করেন ২২ রান। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ৩৬ রানে ৫ উইকেট নিয়েছেন সাদ্দাম। ২টি উইকেট নিয়েছেন আলভি।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির ফল প্রকাশ হবে ১৩ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধসাইনবোর্ড বাংলা না লেখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা