কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে দ্বিতীয় জয় পেয়েছে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা। মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় সীতাকুন্ড ২ উইকেটে কর্ণফুলী ক্লাবকে পরাজিত করে। কর্ণফুলী তাদের দুটি খেলার দুটিতেই পরাজিত হয়েছে। টসে জিতে সীতাকুন্ড প্রথমে ব্যাট করতে পাঠায় কর্ণফুলীকে। কর্ণফুলী ১ বল বাকি থাকতেই অল আউট হয় ১৮৩ রানে। দলের আবদুল কাইউম হিমেল সর্বোচ্চ ৪৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রানের যোগান আসে অতিরিক্ত ৩৫ থেকে। অন্যদের মধ্যে নাজমুল হাসান ৩৭,মশিউর রহমান অপরাজিত ১৮ এবং নজরুল ইসলাম ১৪ রান করেন। সীতাকুন্ড উপজেলার জহিরুল ইসলাম ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন এয়াসিন হোসেন এবং তাইফ মাহমুদ পিয়াল। ১টি করে উইকেট পান রাবিবুল হোসেন,তাজুল ইসলাম এবং শাওন ইসলাম। জবাব দিতে নেমে সীতাকুন্ড ৩৮.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার ২৯ বলে ৫৪ রান করেন।
৬টি চার এবং ৪টি ছক্কা ছিল তার ইনিংসে। অন্যদের মধ্যে জহিরুল ইসলাম ২৪,সাজ্জাদ হোসেন ২৩,রাবিবুল হোসেন অপরাজিত ২২, তাইফ মাহমুদ পিয়াল ২১,আহমেদুল হোসেন ১৭ এবং সাইদ ওয়াহিদ অনন্য ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। কর্ণফুলী ক্লাবের পক্ষে মশিউর রহমান ৩২ রানে ৪টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান নাহিদ হাসান। ১টি করে উইকেট নেন আসিফ আল আসাদ এবং শাহি আদনান। আজকের খেলা : কোয়ালিটি স্পোর্টস বনাম বার্ডস স্পোর্টিং ক্লাব।